খাইতে গেলাম ঝালমুড়ি
দেইখা তোরে সুন্দরী
বুক খানা উঠল কেঁপে
ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ,
ক্রাশ খাইছি তোরে দেখে,
ও মাইয়া রে
ক্রাশ খাইছি তোরে দেখে।
বুকের ভিতর ঢিপিশ ঢিপিশ DJ বিট বাজে
ক্রাশ খাইছি তোরে দেখে,ও মাইয়া রে
ক্রাশ খাইছি তোরে দেখে।
বানাইলি রে দিবানা,
তুই যে প্রেমের ঠিকানা
চাঁদ এর মতন ,মুখের গড়ন
হয়না রে তোর তুলনা।
কানা মাছি ভোঁ ভোঁ
কবে হবি আমার বোউ
পান্তা ভাতে ইলিশ দিয়ে
খাবো আমরা দুজনা।
আরে পরবি যখন ঢাকাই শাড়ী
ছুটবে আমার মটর গাড়ী
জ্বলবে জ্বলুক না লোকে।
ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ,
ক্রাশ খাইছি তোরে দেখে,
ও মাইয়া রে
ক্রাশ খাইছি তোরে দেখে।
বুকের ভিতর ঢিপিশ ঢিপিশ DJ বিট বাজে
ক্রাশ খাইছি তোরে দেখে,ও মাইয়া রে
ক্রাশ খাইছি তোরে দেখে।