আমার একলা আকাশ, থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোঁখ মেললেই ফুল ফুটেছে আমার ছাঁদে এসে
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম
পেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম
তুমি কোথায় কতদূর
আমার বেসুরে গীটার সুর বেঁধেছে, তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে
অলস মেঘলা মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো
তুমি আসবে আর কখন
“আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
ধূলো মাখা বইয়ের তাক
যেনো বলছে, বলে চলছে
থাক অপেক্ষাতেই থাক
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
My lonely sky has stopped, floating in the current of night
Just love you
My days have come to you knowing all colors
Just love you
As soon as you meet my eyes, flowers come to my roof
The dew of the morning touches your lips with love
My lonely sky stopped and floated in the current of night
Just love you
When my tired mind finds the house
I wanted to
I wanted to get
Just your telephone
House full afternoon, the melody of my being alone
The sun sang, I thought
How far are you
My tune is tied to the guitar tune, come to you
Just love you
My lonely sky recognizes the moon with your smile
Just love you
Lazy cloudy mind
The corner of my dim room
I wanted to touch it
When will you come
“My days have come to you knowing all colors
Dusty bookshelf
As if saying, saying
Stay tuned
My lonely sky stopped and floated in the current of night
Just love you
My days have come to you knowing all colors
Just love you